দাতা সংস্থা SMC-Faith in development& Quaker service Sweden (QSS) এর আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর ও ফুলবাড়ীয়া উপজেলায় ৩ (তিন) বছর মেয়াদী Sustainable Socio-Economic development project-SDP প্রকল্পে কিছুসংখ্যক কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম: প্রকল্প ব্যবস্থাপক
পদের সংখ্যা: ১টি
বেতন: ৪৮,০০০

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়হতে যে কোনবিষয়েমাষ্টার্স (অভিজ্ঞদের ক্ষেত্রেশিক্ষাগত যোগ্যতা ও বয়সশিথিলযোগ্য)।

অভিজ্ঞতা: যে কোনপ্রতিষ্ঠিতএনজিও-তে দাতাসংস্থার অর্থায়নেবাস্তবায়িতপ্রকল্পেপ্রকল্পব্যবস্থাপনা, সুপারভিশন, কর্ম পরিকল্পনাপ্রণয়ন ও বাস্তবায়ন, কর্মীউন্নয়ন ও ব্যবস্থাপনা এবং প্রতিবেদন তৈরিসহব্যবস্থাপনাপর্যায়েকমপক্ষে ০৫ (পাঁচ) বছরেরবাস্তবঅভিজ্ঞতা থাকতেহবে।

বয়সসীমা: বয়স সর্বোচ্চ ৪৫ বছর।

বিশেষ দক্ষতা:
কম্পিউটারে মাইক্রোসফট অফিস বিশেষকরে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে সম্মক ধারণা থাকতে হবে।

পদের নাম: উপজেলা সমন্বয়কারী
বেতন: ৩০,০০০
পদের সংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা:
 যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়হতে যে কোনবিষয়েমাষ্টার্স (অভিজ্ঞদের ক্ষেত্রেশিক্ষাগত যোগ্যতা ও বয়সশিথিলযোগ্য)।

অভিজ্ঞতা: যে কোনপ্রতিষ্ঠিতএনজিও-তে দাতাসংস্থার অর্থায়নেবাস্তবায়িতপ্রকল্পেপ্রকল্পব্যবস্থাপনা, সুপারভিশন, কর্ম পরিকল্পনাপ্রণয়ন ও বাস্তবায়ন, কর্মীউন্নয়ন ও ব্যবস্থাপনা এবং প্রতিবেদন তৈরিসহব্যবস্থাপনাপর্যায়েকমপক্ষে ০৫ (পাঁচ) বছরেরবাস্তবঅভিজ্ঞতা থাকতেহবে।
বয়সসীমাঃবয়সসর্বোচ্চ ৪০বছর।

বিশেষ দক্ষতা:
কম্পিউটারে মাইক্রোসফট অফিস বিশেষকরে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে সম্যক ধারণা থাকতেহবে।

পদের নাম: মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার
বেতন: ৩১,০০০
পদের সংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে মাষ্টার্স (অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য)।

অভিজ্ঞতা:
যে কোন উন্নয়নমূলক বিশেষকরে সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পরিবীক্ষণ কর্মকর্তা হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা:
বয়স সর্বোচ্চ ৪৫বছর।

বিশেষ দক্ষতা:
কম্পিউটারে মাইক্রোসফট অফিস বিশেষকরে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

পদের নাম: হিসাব রক্ষণ কর্মকর্তা
বেতন: ৩০,০০০
পদের সংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা:
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান/ব্যবস্থাপনা বিভাগে মাষ্টার্স (অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য)।

অভিজ্ঞতা: উন্নয়নমূলক বিশেষকরে সমন্বিত উন্নয়ন প্রকল্পে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: বয়সসর্বোচ্চ ৪৫ বছর।

বিশেষ দক্ষতা:
-কম্পিউটারে মাইক্রোসফট অফিস বিশেষকরে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

পদের নাম: কমিউনিটি মবিলাইজার
বেতন: ২0,000
পদের সংখ্যা: ৪টি

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা:
যে কোন বিভাগে স্নাতক

অভিজ্ঞতা: উন্নয়নমূলক বিশেষকরে জীবন-জীবিকা উন্নয়ন ও সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

বিশেষ দক্ষতা:
-বাই-সাইকেল চালনা বাধ্যতামূলক।

পদের নাম: ফিজিও থেরাপিস্ট
বেতন: ২0,000
পদের সংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা:
বিএসসি ইন ফিজিও থেরাপি /৩বছর ডিপ্লোমা ইন ফিজিও থেরাপি

অভিজ্ঞতা: ফিজিও থেরাপিস্ট হিসাবেকমপক্ষে ৩ বছরেরঅভিজ্ঞতা থাকতেহবে।
বয়সসীমা: বয়স সর্বোচ্চ ৪০বছর।

বিশেষ দক্ষতা:
কম্পিউটারে মাইক্রোসফট অফিস বিশেষকরে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে সম্যক ধারণা থাকতেহবে।

পদের নাম: অফিস সহকারী
বেতন: ১৪,৫০০
পদের সংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি/সমমান (অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য)।

অভিজ্ঞতা: বেসরকারী সংস্থায় চাকুরী করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: বয়স সর্বোচ্চ ৩৫বছর।

বিশেষ দক্ষতা:
-বাই-সাইকেল চালনা বাধ্যতামূলক।

আবেদনের  পূর্বে অবশ্যইপালনীয়:

-খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
-শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ই-মেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকাহবে।
-পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকারটিএ/ডিএ প্রদান করা হবেনা।
-নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
-নিয়োগসংক্রান্ত বিষয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।

আগ্রহী প্রার্থীগণকে আগামী ১১ জানুয়ারি ২০২৬ইং তারিখ বিকাল ৫ টারমধ্যে নিম্নে স্বাক্ষরকারী বরাবর আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদি (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র ফটোকপি) সহ সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে।

ধন্যবাদান্তে,
স্বপন কুমার পাল
নির্বাহী পরিচালক,
স্বাবলম্বী উন্নয়ন সমিতি, শিবগঞ্জ রোড, নেত্রকোনা।

বি.দ্র. বিজ্ঞপ্তিটি ৩ জানুয়ারি ২০২৬ তারিখে দৈনিক বাংলার দর্পণ পত্রিকায় ছাপা হয়েছে।